ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ইলিশ রেসিপি কন্টেস্টে জিতে নিন প্লেনের টিকিট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
ইলিশ রেসিপি কন্টেস্টে জিতে নিন প্লেনের টিকিট 

ইলিশের এই মৌসুমে প্রোটিন মার্কেট লিমিটেড আয়োজন করছে ইলিশ কার্নিভাল ও রেসিপি প্রতিযোগিতা। এই কার্নিভালে বিশেষ মূল্যে চাঁদপুরের ইলিশ সরবরাহ করা হবে।

ইলিশের ঐতিহ্য ধরে রাখতে এবং ইলিশের জনপ্রিয়তা বাড়াতে এই আয়োজন করা হয়েছে।  

ইলিশ কার্নিভালে সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ইলিশ রেসিপি পাঠানোর সুযোগ। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট।  

প্রতিযোগিতায় রেসিপি পাঠানো যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে প্রচলিত ইলিশ রেসিপি থেকে আলাদা রেসিপি হতে হবে। প্রতিযোগীরা রেসিপি লিখে পাঠাবেন। খাবার তৈরি হয়ে গেলে সেই খাবার হাতে নিয়ে প্রতিযোগী ছবি তুলবেন এবং সেই ছবি পাঠাতে হবে।  

এছাড়া খাবারের ছবি আলাদা করে পাঠাবেন। রান্না করা খাবারের ১০ সেকেন্ডের ভিডিও পাঠানো যাবে। রেসিপি, ছবি, ভিডিও প্রোটিন মার্কেটের ফেসবুক পেজে ও এই [email protected] ইমেইলে ইনবক্স করতে হবে।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১২০৮, আগস্ট ২৪, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।