ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জীবনেও মাছের কাঁটা বিঁধবে না তাই কি হয়!  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
জীবনেও মাছের কাঁটা বিঁধবে না তাই কি হয়!  

আমরা সারা জীবন মজা করে মাছ খাব। আর কখনো গলায় মাছের কাঁটা বিঁধবে না তাই কি হয়? সবারই দু’চার বার প্রিয় মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেছে।

এই কাঁটার ভয়ে অনেকেই মাছ খেতে চান না।  

বেশ প্রচলিত কুসংস্কার, গলায় মাছের কাঁটা বিঁধলে বিড়ালের পা ধরে মাফ চাইতে হয়। এটি করে আসলে কোনো কাজ হয় না। কাঁটার ওপর অভিমান করে মাছ খাওয়া না ছেড়ে বরং আসুন জেনে নিই হঠাৎ গলায় মাছের কাঁটা আটকে গেলে সহজে কীভাবে নামানো যায়: 

•    ছোট বেলায় অনেক বার করেছি, এটিই কিন্তু সবচেয়ে কার্যকর। শুকনো ভাতের ছোটো ছোটো বল বানিয়ে চটপট পানি দিয়ে গিলে ফেলতে হবে 
•    লেবু কেটে লবণ মেখে রস খেয়ে নিন মাছের কাঁটা নরম হয়ে নেমে যাবে
•    হালকা গরম পানিতে সামান্য লবণ বা ভিনেগার মিশিয়ে পান করলেও উপকার পাওয়া যায় 
•    গলায় কাঁটা বিঁধেছে? তাহলে মোটেই দেরি না করে একটু অলিভ অয়েল খান। এতে কাঁটা পিছলে গলা থেকে নেমে যাবে 
•    এক গ্লাস কোমল পানীয় পান করলেও কাাঁটা নরম হয়ে নেমে যায়।

এরপরও গলায় ফুটে থাকা কাঁটা না নেমে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কিংবা নাক-কান-গলা বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।