ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

করোনা জয়ে উৎসাহ দিতে তিন ডাক্তারের নাচ ভাইরাল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
করোনা জয়ে উৎসাহ দিতে তিন ডাক্তারের নাচ ভাইরাল

মহামারি করোনা নিয়ে যারা নিয়মিত খবর রাখেন তাদের সময়ই কাটে কত দুশ্চিন্তায়। আর যারা দিন-রাত নিজেদের জীবনের ভয় না করে, এই ভাইরাসে আক্রান্ত অসুস্থ রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তাদের সময় যে কত উৎকণ্ঠায় যায় এটা হয়তো আমরা পুরোটা বুঝে উঠতে পারি না।

 

পাহাড় সমান মানসিক চাপ পাশে রেখে রোগীদের জীবন রক্ষায় একঘেঁয়ে কাজে বিরক্তি দূর করে মানসিকভাবে চাঙা থাকতে ও চিকিৎসকদের করোনার ডিউটিতে উৎসাহ দিতে জনপ্রিয় একটি গানের সঙ্গে নেচেছেন ঢাকা মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তার শ্বাশত চন্দন ও তার দু’জন সহকর্মী চিকিৎসক।  

তাদের এই নাচের মাধ্যমে বেশ কিছু শরীরচর্চা তুলে ধরা হয় চমৎকারভাবে। আর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে তাদের নাচের ভিডিওটি।  

শ্বাশত চন্দন জানান, করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে চিকিৎসা দিতে উৎসাহ দিতেই এই ভিডিও করা।  

করোনা থেকে নিরাপদে থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করার কথাও বলেন তিনি।  

ভিডিও দেখুন এখানে

 

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।