ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নারী দিবসে ছাড় দিচ্ছে রঙ বাংলাদেশ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
নারী দিবসে ছাড় দিচ্ছে রঙ বাংলাদেশ 

আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয়।

নারী-পুরুষে মূলত, ভেদাভেদ না থাকলেও নারীত্বের মহিমা উদযাপনে ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় নারী দিবস।

রঙ বাংলাদেশও নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে, তাদের আয়োজনে। স্মরণ করতে চায় নারীর অবদান।  

সেজন্য এই দিবস উপলক্ষে ১-৮ মার্চ পর্যন্ত অনলাইনে থাকছে ৪০শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় । রঙ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে বাছাইকৃত পণ্য কিনলেই এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।  

রঙ বাংলাদেশ –এর প্রতিটি আউটলেটে নারীর নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, ফতুয়া, কুর্তি, ব্লাউজ, গহনা, মগ ও উপহার সামগ্রী।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।