ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীতে ত্বকের যত্নে নিজেই লোশন বানিয়ে নিন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
শীতে ত্বকের যত্নে নিজেই লোশন বানিয়ে নিন

শীতের ত্বক কোমল রাখতে হিমশিম খেতে হয় আমাদের। এদিকে বাজারের অনেক পণ্যই আমাদের ত্বকে ঠিক মানায় না।

ফলে ত্বকের উপকারও হয় না, আর টাকাগুলোও নষ্ট হয়। এই চেয়ে ভালো হয়, যদি লোশনটা নিজের পছন্দমতো তৈরি করে নেওয়া যায়।  

আসুন জেনে নিই খুব সাধারণ কিছু উপাদানেই কীভাবে ঘরোয়া উপায়ে তৈরি লোশন করা যায়: 

যা লাগছে
গ্লিসারিন – আধা কাপ
গোলাপ জল – আধা কাপ
লেবুর রস –এক টেবিল চামচ
একটি বোতল।  

পদ্ধতি

প্রথমে গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে নিন। এরপর, অর্ধেক কাটা লেবুর রস দিন। খুব ভালো করে মিশিয়ে নিন। আপনার লোশন এখন রেডি। এটি একটি এয়ার টাইট বোতলে রাখুন।
এই লোশন এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে। এই লোশন চমৎকার ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। নিয়মিত এই লোশন ব্যবহারে শীতের শুষ্কতা ত্বকের কাছেও আসতে পারবে না।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।