ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সম্পর্কের তিক্ততা দূর হোক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
সম্পর্কের তিক্ততা দূর হোক

সম্পর্ক সরল রেখায় চলে না। আমরা যেভাবে দিন কাটানোর আশায় একটি সম্পর্কে যাই, বেশিরভাগ সময়ই খুব বেশিদিন সে প্রত্যাশা পূরণ হয় না।

বাস্তবতার কঠিন বিষয়গুলো একে একে যখন সামনে আসতে থাকে, তখন অনেক সম্পর্কেই আর ভালোবাসা থাকে না।  

গল্প করতে বসলেও দেখা যায় একজন অন্যজনের বিরুদ্ধে অভিযোগই করে যাচ্ছেন। আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয় সেও প্রত্যুত্তরে খুব মিষ্টি-মধুর প্রেমের গল্প করবেন না, এটাই স্বাভাবিক। এসব কারণে সম্পর্কে ভালোবাসা বা শ্রদ্ধাবোধ থাকে না। এর পরিবর্তে শুধুই তিক্ততা দেখা দেয়, যা সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।

কীভাবে সম্পর্কের তিত্কতা দূর করে আবার সম্পর্কের সুন্দর ছন্দে ফেরা যায়, আসুন জানি: 
•    প্রথমেই অসন্তোষের কারণগুলো খুঁজে দেখুন। ভাবুন সঙ্গীর কোন আচরণগুলো আপনার সবচেয়ে অসহ্য লাগছে
•    খোলামেলা কথা বলুন নিজের বক্তব্য ও চাওয়া পরিষ্কার জানান
•    সারাক্ষণ সঙ্গীর ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন না, নিজের মতো করে দিনের কিছু সময় কাটান, সঙ্গীকেও তার মতোই থাকতে দিন, যতক্ষণ আপনাদের সম্পর্কের কোনো সমস্যা না হচ্ছে 
•    কোনো কিছু হলেই একেবারে কথা বন্ধ করে দেওয়া কাজের কথা নয় 
•    রাগ বা অভিমান হলেও সঙ্গীকে এড়িয়ে যাবেন না, প্রয়োজনীয় কথা বলুন  
•    তার কথাও শুনুন মন দিয়ে
•    মতের অমিল হলেও নিজের দায়িত্ব থেকে সরে যাবেন না 
•    সংসারের সব কাজের দায়িত্ব সঙ্গীর ওপর দেবেন না। দু'জনে মিলে ভাগ করে নিন কাজগুলো
•    তার দেখভাল বা কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে 
•    স্বামী-স্ত্রীর অভিমান বা সম্পর্কের তিক্ততা কমাতে পারে শারীরিক সান্নিধ্য 
•    একজন উদ্যোগী হয়ে সঙ্গীকে সুযোগ করে দিন কাছে আসার, সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার।  

দাম্পত্য জীবনের পুরো সময়টাই হানিমুন মুডে থাকতে পারব...এটা ভাবলে বড় ধরনের ধাক্কা খেতে হতে পারে। দুঃসময় আসতে পারে, এমন অবস্থায় সম্পর্কে তিক্ততা না বাড়িয়ে ধৈর্য ধরতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।