ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জ্বর হলে কখন চিন্তার বিষয়?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ৫, ২০২০
জ্বর হলে কখন চিন্তার বিষয়? জ্বর

শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রাকে আমরা জ্বর বলি। বিশেষজ্ঞরা বলেন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৯৮.৮৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর বেশি হলেই আমরা জ্বরে আক্রান্ত হতে পারি। 

আমাদের অনেকেরই মাঝেমধ্যে সাধারণ জ্বর হয়ে থাকে। বিশেষ করে আবহাওয়া বদলের সময় এই জ্বর বেশি হয়।

তবে মহামারি করোনার উপসর্গ যখন জ্বর দিয়েই শুরু হয়, তাই এসময় জ্বর হলে অবশ্যই গুরুত্বসহ ভাবতে হবে।  

কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন: 

•    তাপমাত্রা ১০০.৮ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে 

•    যদি শ্বাসকষ্ট হয়

•    শুকনো কাশি 

•    জ্বরের সঙ্গে খিচুনি হলে

•    দ্রুতগতির হৃদস্পন্দন হলে

•    চামড়ায় লালচে দাগ দেখা দিলে

•    মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা থাকলে 

•    জ্বরের সঠিক কারণ জেনে বিশেষজ্ঞের পরামর্শমতো চিকিৎসা নিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ০৫, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।