ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

করোনার এই সময়ে হাতের কাছে রাখুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
করোনার এই সময়ে হাতের কাছে রাখুন ...

করোনার এই সময়ে হাতের কাছেই থাকা চাই জরুরি সব কিছু। ছোট ছোট অনেক দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করতে পারে একটু বাড়তি সতর্কতা। আর এই সতর্কতার বিশেষ অংশ হচ্ছে গোছানো একটি 'ফার্স্ট এইড বক্স'। 

ঘরে বসে সহজেই তৈরি করে নিতে পারেন একটি 'ফার্স্ট এইড বক্স' । এর জন্য যা যা প্রয়োজন-
    
•    পরিষ্কার একটি বক্স (ব্যবহার করা আইসক্রিমের বক্স হতে পারে)
•    একটি অ্যান্টিসেপটিক লিকুইড অথবা ক্রিম
•    ছোট একটি তুলার প্যাকেট
•    এক রিম গজ
•    একটি ছোট কাঁচি
•    থার্মোমিটার 
•    কিছু গ্লাভস ও মাস্ক
•    হ্যান্ড স্যানিটাইজার
•    একটি সার্জিক্যাল টেপ
•    কিছু ওয়ানটাইম ইউজ ব্যান্ড এইড
•    একটি ফরসেপ (চিমটা)
•    কিছু ব্যথার ও গ্যাস্ট্রিকের ওষুধ 
•    একটি বাম  
• বাড়িতে কারো প্রেসার বা ডায়াবেটিস থাকলে এসব মাপার যন্ত্র।

এছাড়াও সব সময় ফ্রিজে বরফ রাখুন। পুড়ে গেলে বা ব্যথা পেলে বরফ দিলে উপকার হয়।

তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে।

বাংলাদেশ সময়: ….. ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।