ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জীবাণুমুক্ত বাড়ি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জীবাণুমুক্ত বাড়ি বাড়ি জীবাণুমুক্ত রাখতে

ঘরের পরিচ্ছন্নতার ওপর পরিবারের সদস্যদের সুস্থতা অনেকখানি নির্ভর করে। রান্নাঘর থেকে শোবার ঘর বাড়ির প্রতিটি স্থানই গুরুত্বপূর্ণ। বাড়ি জীবাণুমুক্ত রাখতে যা করতে হবে:

•    কোনো কাজে বাইরে গেলে জুতা দরজার বাইরে রেখে ঘরে ঢুকুন 

•    পুরো ২০ সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুয়ে ঘরের কোনো কিছুতে স্পর্শ করুন 

•    বাইরে পরে যাওয়া পোশাক জমিয়ে না রেখে সঙ্গে সঙ্গেই সাবান পানি দিয়ে ধুয়ে দিন 

•    স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ও কম্পিউটার প্রতিদিন ক্লিনার দিয়ে পরিষ্কার করুন 

•    আত্মীয় হোক বা কাছের বন্ধু করোনার এই সময়ে কারো বাড়িতে যাবেন ও না কাউকে বাড়িয়ে আসতেও বলবেন না 

•    ঘর পরিষ্কার করার সময় রাবারের গ্লাভস ব্যবহার করুন 

•    দরজার হাতল অবশ্যই প্রতিদিন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন 

•    মাস্ক যদি একবার ব্যবহারের হয় তবে বাড়ি ফিরে ফেলে দিন 

•    আর যদি আবার ব্যবহার করার মতো হয় তবে সাবান পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন 

•    নিয়মিত ঘরের সব ফার্নিচার ও প্রতিটি কোণা পরিষ্কার করতে হবে 

•    ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত নিয়মিত পরিষ্কার করুন 

•    গাড়ির সিট, স্টেয়ারিংও পরিষ্কার রাখুন 

•    ময়লার ঝুড়িটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে প্রতিদিন।  


•    কার্পেটে ধুলা এবং জীবাণু আটকে থাকে।

এসময় কাপের্ট সরিয়ে দিন 

•    বাড়ির বাথরুম প্রতিদিন জীবাণুনাশক ক্লিনার দিয়ে পরিষ্কার করুন

•    বাথরুমের মেঝে নিয়মিত পরিষ্কার এবং শুকনো রাখুন 

•    বিশেষ করে ঘরে যদি ছোট শিশু ও বয়স্ক কেউ থাকে তবে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।  


বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।