ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভুরু দেখে ভুরু গেছে কুঁচকে! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ভুরু দেখে ভুরু গেছে কুঁচকে!  নিজেই যেভাবে ভুরু শেপ করবেন

করোনা ঠেকাতে চলছে টানা ছুটি। অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সৌন্দর্য সেবায় পার্লার সবই রয়েছে বন্ধ। নারীরা পার্লারে যেতে পারছেন না। যতবারই আয়নায় নিজেকে দেখছেন তাদের ভুরু কুঁচকে যাচ্ছে ভুরুর অবস্থা দেখে। পার্লার বন্ধ থাকবে আরও কিছুদিন। ভুরু প্লাক করে সৌন্দর্য ধরে রাখবেন তাই ভাবছেন?

জেনে নিন বাড়িতে নিজেই যেভাবে ভুরু শেপ করবেন:

•    প্রথমে চুল বেঁধে নিন 

•    ব্রাশ দিয়ে ভুরুজোড়া এক এক করে ওপরের দিকে আঁচড়ে নিন

•    ভুরুর নিচের অংশ হাত দিয়ে টানটান করে ধরুন, তারপর টুইজার(শন)দিয়ে একটা একটা করে অতিরিক্ত লোম তুলে ফেলুন 

•    শেপ পালটানোর চেষ্টা করবেন না, যে শেপে আছে শুধু বাড়তি ভুরুগুলো তুলে নিন

•    ভুরু তোলার পর ত্বক লালচে হয়ে গেলে বা জ্বালা করলে বরফ ঘষে নিন বা ময়েশ্চারাইজার ক্রিম ম্যাসাজ করুন।  


বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।