ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হাত ধুয়ে ধুয়ে শুষ্ক হয়েছে, সমাধান ঘরোয়া ময়েশ্চারাইজারে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
হাত ধুয়ে ধুয়ে শুষ্ক হয়েছে, সমাধান ঘরোয়া ময়েশ্চারাইজারে হাত কোমল রাখতে

করোনা মোকাবিরায় মূল চাপটা যাচ্ছে আসলে হাতের ওপর দিয়ে। ঘণ্টায় ঘণ্টায় সাবান পানি দিয়ে হাত ধোয়া, এরপর আছে হ্যান্ড স্যানিটাইজার মাখা। এতে করে হাতের ত্বক বেশ শুষ্ক হয়ে যাচ্ছে অনেকেরই। 

এই সমস্যার সমাধান আপনার হাতেই রয়েছে। হাত কোমল রাখতে নিজের হাতে তৈরি করে নিন ময়েশ্চারাইজার।

 

যেভাবে তৈরি করবেন: 

উপাদান- 
•    মোম আধা কাপ
•    ভেজিটেবিল গ্লিসারিন আধা কাপ
•    বাদাম বা জলপাই তেল আধা কাপ
•    আপনার পছন্দের অ্যাসেন্সিয়াল অয়েল ২০ ফোঁটা 
•    ভিটামিন ই ক্যাপসুল ৪টি 
•   গোলাপজল আধা কাপ
•    বিটার ও পরিষ্কার জার।  


পদ্ধতি

একটি পরিষ্কার স্টিলের তেল, মোম, গ্লিসারিন দিয়ে একেবারে অল্প আঁচে গরম করুন। ভিটামিন ই ক্যাপসুল ও অ্যাসেন্সিয়াল অয়েল ছাড়া সব উপাদান মিশিয়ে নিন।  

এবার পাত্রটি নামিয়ে হালকা ঠান্ডা করে অ্যাসেন্সিয়াল অয়েল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে এক ঘণ্টা ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে আরও একবার বিট করে মিশিয়ে নিন। ভিটামিন ই ক্যাপসুল মেশালেই আপনার ময়েশ্চরাইজ়ার রেডি! 


কয়েকটি ছোট জারে ক্রিম রেখে দিন। যতবার হাত ধোবেন, ততবারই মনে করে ময়েশ্চাইরাইজার মেখে নিন।  


বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০ 
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।