ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

করোনা, ত্বকের যত্নের দায়িত্ব নিজেকেই নিতে হবে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
করোনা, ত্বকের যত্নের দায়িত্ব নিজেকেই নিতে হবে এই সময়ে ত্বকের যত্নে

করোনা আতঙ্কে দেশের প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেকটাই থেমে গেছে জীবনের ব্যস্ততার চাকা। অন্য অনেক প্রতিষ্ঠানের মতোই বন্ধ রযেছে দেশের সৌন্দর্যসেরা দেওয়া পার্লারগুলোও। 

এই সময়ে ত্বকের যত্নের দায়িত্ব নিজেকেই নিতে হবে। যাদের মুখে অতিরিক্ত লোম রয়েছে, জেনে নিন ঘরোয়া উপায়ে নিজেই কীভাবে এগুলো কমিয়ে আনবেন: 


টমেটো আর লেবু

সমপরিমাণে টমেটো আর লেবুর রস মিশিয়ে নিন।

এক চা চামচ চিনিও মিশিয়ে নিতে পারেন। এবার এই পেস্টটি লোমের অংশে মোটা করে লাগিয়ে নিন। এইভাবে ২০ মিনিট মুখে রেখে দিন। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন করতে পারেন।

পেঁপে ও দুধের প্যাক

পাকা পেঁপেও কিন্তু ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে আকর্ষণীয় করে তোলে।
২ চা চামচ পেঁপে চটকে নিন সঙ্গে ১ চা চামচ দুধ মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে মুখের লোমের ওপর লাগান।

১৫ মিনিট রেখে,  হালকা ঘষে তুলে ফেলুন প্যাকটি। সপ্তাহে ১বার করে এটি করুন।

মসুর ডাল ও লেবুর রস

দু’ চা চামচ মসুর ডাল বাটার সঙ্গে দু’ চা চামচ আলুর রস এবং এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিন।

এবার পেস্টটি ত্বকের ওপর লাগিয়ে নিন। এটি মুখের অবাঞ্ছিত লোম তুলে আনতে সাহায্য করে। সপ্তাহে একবার করে ব্যবহার করুন এই প্যাক।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।