ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চুলের যত্নে কন্ডিশনারের প্রয়োজন নেই!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
চুলের যত্নে কন্ডিশনারের প্রয়োজন নেই! চুলের যত্ন

শ্যাম্পু করলেই চুলের যত্ন হয়ে গেল! কন্ডিশনারের প্রয়োজন রয়েছে না? চুলের সৌন্দর্য নির্ভর করে নিয়মিত যত্নের ওপর। আর এক্ষেত্রে কন্ডিশনার খুবই গুরুত্বপূর্ণ। এটি চুল কোমল রাখে, ভেতর থেকে পুষ্টি জুগিয়ে মজবুত রাখে। 

সব সময় বাজারের কেনা কন্ডিশনার ব্যবহার করেন? এবার থেকে ঘরেই তৈরি করে নিন আপনার কন্ডিশনার।  


যেভাবে করবেন: 

ডিমের কুসুম এবং ভিনেগার
ডিম লেসিথিনে পরিপূর্ণ, এটি চুলকে নরম ও কোমল রাখতে সাহায্য করে।

ভিনেগার চুলের উকুন, খুশকি এবং তালুর অন্যান্য সমস্যা থেকে চুলকে রক্ষা করে।

যা যা লাগবে 
ডিমের কুসুম দু’টি, ভিনেগার-আধা কাপ, জলপাই বা নারিকেল তেল-দু’টেবিল-চামচ, মধু-এক টেবিল-চামচ।  

প্রণালি
প্রথমে পাত্রে ডিমের কুসুম ফেটে নিন। এবার ভিনেগার, জলপাই তেল এবং মধু যোগ করুন। হালকা ঘন মিশ্রণে পরিণত না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। চুল শ্যাম্পু করার পর এ মিশ্রণ চুলে লাগান তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।  

নারিকেল তেল এবং মধু 
অনেক অনেক কাল ধরে নারিকেল তেল চুলের সার্বিক স্বাস্থ্য রক্ষায় ব্যবহার হয়ে আসছে। চুলের জেল্লা বাড়ায় এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

যা যা লাগবে 
নারিকেল তেল-আধা কাপ, মধু -দুই টেবিল-চামচ

প্রণালি
তেল ও মধু পাত্রে নিয়ে ঘন হওয়া পর্যন্ত মিশিয়ে নিন। চুল শ্যাম্পু করার পর এ কন্ডিশনার লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। আপনার চুলের দৈর্ঘ ও ঘনত্ব অনুযায়ী কন্ডিশনারের পরিমাণ ঠিক করে নিন।


বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।