ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাটস আই’র সামার পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
ক্যাটস আই’র সামার পোশাক সামার পোশাক

সামার মৌসুমে মুড আর ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়েই নতুন পোশাক এনেছে ফ্যাশন হাউস ক্যাটস আই। 

গরমে জীবনযাত্রা সহজ করতে পোশাকের প্যাটার্নে নতুনত্ব এবারও। এতে থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, রাউন্ড নেক টি শার্ট, কলার ও স্ট্রাইপ বৈচিত্র্যের পলো ছাড়াও চিনোস ও ফরমাল প্যান্ট।

 

রঙের ব্যবহারে এসেছে কোমলতা,  আবার এরই বৈপরীত্যে থাকছে রাতের ফরমাল পোশাকে। কাপড়ের আরামের বিষয়কে প্রাধান্য দিয়ে আনা হয়েছে বেশ কিছু শার্টও। ক্যাটস আই’র পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, এবারের কালেকশনটি পুরোটাই তারুণ্য নির্ভর।  

এবারের হাফ হাতা স্মার্ট ক্যাজুয়াল শার্টগুলোও বেশ আটসাট কাটের। পলো শার্টেও নতুন ডিজাইন বেশ আরাম দেবে ব্যবহারে। তরুণীদের স্ট্রিট ফ্যাশনে দ্যুতি ছড়াবে সামার লং টপসগুলোও। পাশাপাশি প্রাণবন্ত ভাব ধরে রাখতে ক্যাটস আইয়ে থাকছে অফিস অ্যান্ড আফটার অফিস ব্যবহার উপযোগী আউটফিটও।


বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।