ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্পেস দিন নিজস্বতা বজায় রেখে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
স্পেস দিন নিজস্বতা বজায় রেখে  স্পেস দিন নিজস্বতা বজায় রেখে 

সুন্দর একটি সম্পর্কে সামনে এগিয়ে নিতে প্রিয়জনের চাওয়াকে গুরুত্ব দিতে হয়। তাকে সঙ্গী করতে হয় জীবনের অনেক সময় ও স্বপ্নের। তবে এত কিছুর পরও ব্যক্তিগত কিছু স্থান (স্পেস) রাখতে হবে। 

নয়ত এক সময় সম্পর্ক থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করেন অনেকে। নিজস্বতা বজায় রাখতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ: 


•    সম্পর্কে মনোমালিন্য, টানাপড়েন এড়াতে নিজস্ব স্পেস ও সীমা অনেক সমস্যার সমাধান হতে পারে।

প্রতিটি সম্পর্কে নিজস্ব জায়গা থাকা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সেই জায়গা ধরে রাখা

•    দু’জনের সম্পর্কে থেকেও আলাদা করে নিজের জীবন এবং নিজস্ব পরিচয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে 

•    নিজস্ব স্থান চাওয়া মানে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, সঙ্গী আগ্রহ হারিয়ে ফেলছেন বা অন্য সম্পর্কে জড়াচ্ছেন এমন ভাবার কারণ নেই। তারও ব্যক্তিগত জীবন আছে, চাওয়া বা স্বপ্ন রয়েছে। রয়েছে বন্ধু-পরিবার, আপনি তার জীবনে আসার আগেও নিজস্ব একটা জীবন ছিল, সেই বিষয়গুলোও গুরুত্বের সঙ্গেই নিতে হবে 

•    সীমা ও চাহিদার সুস্থ ও স্বতঃস্ফূর্ত ভারসাম্য রাখতে হবে, যেন কেউই নিরাপত্তাহীনতায় না ভোগেন।

 
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।