ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাড়ছে বিচ্ছেদ, ঠেকানো যাবে যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
বাড়ছে বিচ্ছেদ, ঠেকানো যাবে যেভাবে  সম্পর্ক

আজকাল আমাদের মধ্যে অস্থিরতাটা একটু বেশি। যার প্রভাব পড়ছে আমাদের সামাজিক ও পারিবারিক জীবনেও। 

যার অন্যতম বিবাহ বিচ্ছেদ। চলছে বিয়ের মৌসুম, এই সময়ে চার হাত এক হয় জীবনের পুরোটা সময় একসঙ্গে থাকার ইচ্ছা নিয়েই।

তবে বাস্তবতা হচ্ছে অনেক সম্পর্কই শেষ পর্যন্ত চালিয়ে নেওয়া সম্ভব হয় না।  


সম্প্রতি বিভিন্ন সমীক্ষায় দেখা যায় আগের চেয়ে অনেক বেড়ে গেছে আইনত বিচ্ছেদের সংখ্যা। যেসব কারণে মানুষ সংসার জীবনে ইতি টানছে তার মধ্যে রয়েছে: 

•    ভালোবাসার অভাব হলে সেই সম্পর্ক টেকানো কঠিন হয়ে পড়ে 

•    নিজেরদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণেও বিবাহ বিচ্ছেদ হয়

•    সম্পর্কের প্রতি যদি শ্রদ্ধাই না থাকে তবে বিবাহ বিচ্ছেদ হওয়াটা খুব স্বাভাবিক 

•    কোনো কিছুতেই মিল নেই, কথায় কথায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলে, তার পরিণতি খারাপ হবেই 

•    পরকীয়া তো সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। স্বামী-স্ত্রীর একজনের মধ্যেও যদি পরকীয়া দেখা দেয় তাহলে বিদায় ঘণ্টা বাজতে দেরি হয় না  

•    এছাড়াও ইগোর কারণে অনেক বিয়ের মতো সুন্দর সম্পর্ক বিচ্ছেদের মতো কষ্টের পথ ধরে।  

বিয়ের সম্পর্ক স্থায়ী করতে মেনে চলুন ছোট কিছু টিপস-

•    প্রতিটি পরিবার, এলাকা-বা নিজের ধর্মের কিছু নিজস্ব সংস্কৃতি বা প্রথা থাকে। এগুলোর প্রতি সম্মান দেখান

•    দিনের যেকোনো একটা বেলা অবশ্যই একসঙ্গে খাবার খান। সুযোগ থাকলে এক প্লেটে খান 

•    সারাদিনের জন্য আলাদা হয়ে কাজে যাচ্ছেন। প্রিয়জনকে এমনভাবে বিদায় জানান, যেন তিনি দ্রুত আপনার কাছেই ফিরতে চান 

•    প্রিয় মানুষটার জন্য একটু ছাড় দিন। ধরুন আপনার সব কিছুই একদম পারফেক্ট চাই। কিন্তু সঙ্গী ব্যস্ত থাকেন বা তার হয়ত শরীর বা মন খারাপ। কিছু কাজ ঠিকমতো হচ্ছে না, দিন না একটু ছাড়, নিজেরাই ভালো থাকবেন  

•    ‍বিয়ের পরে একটা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক যদিও বেশ গুরুত্ব পায়। তবে এটাই একমাত্র চাওয়া নয়, দিনে দিনে স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেক রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়।  

একটি সম্পর্ক তৈরি হয় ভাঙার জন্য নয়। বিয়ে টিকে থাক সুন্দর সম্পর্কের নিদর্শন হিসেবে, সৃষ্টির শেষ পর্যন্ত।


বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।