ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রাজধানীর আয়োজনগুলো...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
রাজধানীর আয়োজনগুলো... সুগন্ধী

শীতের সময় মানেই প্রতিদিনের উ‍ৎসব। আর রাজধনীতে যেন সেই উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে চালু হচ্ছে নামকরা সব ব্র্যান্ড- 

সুগন্ধীর সম্ভার নিয়ে যাত্রা শুরু করল সানডোরা

একই ছাদের নিচে জনপ্রিয় অনেক ব্র্যান্ডের অথেনটিক সুগন্ধী (পারফিউম) নিয়ে দেশে যাত্রা শুরু করল সানডোরা।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে বনানীর ১২নং রোডে সানডোরার নতুন আউটলেট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বেস্ট ইন ব্র্যান্ডসের চেয়ারম্যান ফেদেরিক কেস্যঁ, সিইও ক্রিশ্চিয়ান স্যাতের, সিওও ব্রুনো বিয়াঙ্কি।  

সানডোরাতে বুলগেরি, নিনা রিচি, কোচ, ল্যঁভে, কিলিয়ান, অ্যাকোয়া ডি পার্মা, বন্ড নাম্বার নাইন, জ্যঁ পল গটিয়েসহ ৩০ টির বেশি ব্র্যান্ডের সুগন্ধী রয়েছে।  


মিরপুরে ফ্যাশন ব্র্যান্ড ‘র নেশন’

মিরপুরে ফ্যাশন ব্র্যান্ড ‘র নেশন’

শুধুমাত্র পুরুষের ফ্যাশন নিয়ে কাজ করা ব্র্যান্ডগুলোর মধ্যে ‘র নেশন’ অন্যতম।  
ক্রেতাদের চাহিদা পূরণে ব্র্যান্ডটির নতুন শাখার উদ্বোধন করা হলো মিরপুর (জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেটের উল্টো দিকে)।  

 শুক্রবার(৬ ডিসেম্বর) কেক কেটে নতুন শাখার উদ্বোধন করেন ‘র নেশন’-এর সিইও সাইফ আহমেদ রুমি, জাতীয় ক্রিকেট দলের দুই তারকা রনি তালুকদার,নাজমুল ইসলাম অপু ও র‌্যাম্প মডেল রাজ।  

নতুন শাখায় প্রথম সপ্তাহে ক্রেতাদের জন্য রয়েছে ৫০শতাংশ ছাড়। এখানে ছেলেদের ফ্যাশনেবল পোশাক, জুতা, বেল্ট ও এক্সেসরিজ পাওয়া যায়।   


বাংলাদেশ সময়: ১৫৩৮ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।