ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীত আসছে ড্রাই শ্যাম্পুর রেসিপিটা মনে আছে তো!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
শীত আসছে ড্রাই শ্যাম্পুর রেসিপিটা মনে আছে তো! ড্রাই শ্যাম্পু

চুলের তেল চিটচিটে অবস্থা কেউ পছন্দ করি না। তবে শীতে প্রতিদিন শ্যাম্পু করা বেশ কষ্টের কাজ। চাইলে শীতে শ্যাম্পু না করেও পেতে পারেন ঝলমলে সুন্দর চুল। কীভাবে? ড্রাই শ্যাম্পু ব্যবহার করে।   

ড্রাই শ্যাম্পু লাগালে চুল খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর চুল হয়ে উঠবে ঝলমলে স্বাস্থ্যজ্জল।  

ড্রাই শ্যাম্পু সব ধরনের চুলের জন্যই উপযোগী, এই শ্যাম্পু ব্যবহারের পর চুলের স্টাইলও করতে পারবেন পছন্দমতো।

 

যেভাবে ব্যবহার করবেন: 

•    প্রথমে চুল ব্রাশ করে নিন

•    স্প্রে বা পাউডার ড্রাই শ্যাম্পু ব্যবহারের সময় মাথা থেকে শ্যাম্পু কন্টেনার দূরে রাখুন 

• যেহেতু চুলের গোড়ায় বেশি তেল জমে, তাই এই শ্যাম্পুও চুলের গোড়াতে লাগান, তবে খুব অল্প পরিমাণে।

•    শ্যাম্পু লাগিয়ে অন্তত ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন, যতক্ষণ না তা চুলের গোড়ার তেল শুষে নিচ্ছে। আপনার চুল যদি বেশি তৈলাক্ত হয়, তবে একটু বেশি সময় লাগবে।

•    তারপর চুল আঁচড়ে নিন, অতিরিক্ত পাউডার ঝরে যাবে। প্রয়োজনে আপনি হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন।

ট্রেসেমে ফ্রেশ স্টার্ট ড্রাই শ্যাম্পু, ডাভ ইনভিগরেটিং ড্রাই শ্যাম্পু, বি ব্লান্ট ব্যাক টু লাইফ ড্রাই শ্যাম্পু বেশ জনপ্রিয়। তবে ড্রাই শ্যাম্পু আমাদের দেশে সেভাবে প্রচলিত নয়। আসল পণ্য পেতে বড় শপিং মল আর জনপ্রিয় অনলাইন শপ থেকেও নিতে পারেন।


চাইলে ঘরেও তৈরি করতে পারেন ড্রাই শ্যাম্পু। এজন্য প্রয়োজন শুধু বেবি পাউডার 
ও বেকিং সোডা।  

যেকোনো ব্র্যান্ডের বেবি পাউডার এক কাপ  ও সমপরিমাণ বেকিং সোডা মিশিয়ে নিলেই তৈরি আপনার ড্রাই শ্যাম্পু।  

একটি পাউডারের কৌটায় ঢেলে রেখে প্রয়োজনমতো ব্যবহার করুন।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।