ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আজ তৈরি হবে মশা তাড়ানোর স্প্রে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
আজ তৈরি হবে মশা তাড়ানোর স্প্রে মশা তাড়ানোর স্প্রে

মশার কামড় থেকে ডেঙ্গু জ্বরের কথা সবার জানা। এই রোগ প্রতিদিনই রূপ বদলাচ্ছে, হয়ে উঠছে আরও ভয়াবহ। অনেকটা অপ্রতিরোধ্য এই মশাকে তাড়ানোর জন্য কত কিছুই না করছি আমরা। 

এবার মশার তাড়ানোর ঘরোয়া স্প্রে বানিয়ে নিন। এটি ত্বকেও ব্যবহার করা যায়।

এই স্প্রে ব্যবহারে মশা ত্বকে বসবে না। ফলে মশার যন্ত্রণা থেকে আপনি থাকবেন নিরাপদ।  
 

যেভাবে করবেন: 
দারুচিনির তেল আধা চা চামচ ও এক কাপ পানি ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে নিন। চাইলে ব্যাগেও রাখতে পারেন। মশা আছে এমন জায়গায় যখন থাকবেন, তখন এটি সরাসরি শরীরে স্প্রে করুন।  


আধা চা চামচ টি ট্রি অয়েল আধা কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি আপনার আরও একটি মশা তাড়ানোর স্প্রে।  

এছাড়াও বেবি অয়েল এক কাপ, রসুনের কোয়া এক কাপ, আধা লিটার রাবিং অ্যালকোহল দিয়েও তৈরি করতে পারেন স্প্রে।  

রসুনের কোয়া রাবিং অ্যালকোহলে ভিজিয়ে রাখুন ৪ দিন। ৪ দিন পর বেবি অয়েল মিশিয়ে নিন। ত্বকের যেসব স্থানে মশা কামড়ায় সেসব স্থানে মিশ্রণটি কয়েক ফোঁটা ঘষে নিন।

রাবিং অ্যালকোহল হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাওয়া যায়।  

স্প্রেগুলো ব্যবহারের সময় লক্ষ্য রাখবেন চোখের বা মুখের ভেতরে যেন না যায়।  


বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।