ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হেমন্তেই খুশকির হানা! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
হেমন্তেই খুশকির হানা!  চুল সুন্দর রাখতে

প্রকৃতি ও ক্যালেন্ডারে শীত আসতে এখনো বাকি। তাতে কী? মাথায় খুশকির যন্ত্রণা বেশ শুরু হয়ে গেছে। বোঝাই যাচ্ছে এবার ভালোই ভোগাবে যদি এখন থেকেই তাড়ানোর চেষ্টা না করা হয়।

খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে ও চুল সুন্দর রাখতে ঘরেই যা করতে পরেন, জেনে নিন:   

•    ৪-৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিন। খোসাগুলো ৪-৫ কাপ পানিতে ২০ মিনিট ফোটান।

ঠাণ্ডা হয়ে গেলে পেস্ট করে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।

•    শ্যাম্পু করার ৩০ মিনিট আগে ২ টেবিল চামচ ভিনেগার নিয়ে মাথার স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করুন। স্ক্যাল্পে ময়লা জমতে দেবেন না। ময়লা থেকে খুশকি জন্ম নেয়

•    মাথার তালুর ময়লা ও মরা কোষ দূর করতে মাথা ভিজিয়ে নিয়ে দুই টেবিল চামচ বেকিং সোডা পুরো মাথায় মেখে নিন। ভালো করে ঘষে ঘষে শ্যাম্পু না করেই পানি দিয়ে ধুয়ে ফেলুন

•    সব সময় পরিষ্কার চিরুনি ব্যবহার করুন। অন্যের চিরুনি ভুলেও ব্যবহার করবেন না। পরিমাণে কম শ্যাম্পু ও বেশি পানি(স্বাভাবিক তাপমাত্রার) ব্যবহার করুন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসআইএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।