ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঘরেই তৈরি করুন সেরা স্বাদের ব্রাউনি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
ঘরেই তৈরি করুন সেরা স্বাদের ব্রাউনি  ব্রাউনি 

বিশ্বের মিষ্টি খাবারের তালিকায় ব্রাউনির নাম ওপরের দিকে। যদিও যুক্তরাষ্ট্রের সেরা মিষ্টি খাবার এটি। কিন্তু ব্রাউনি খেতে আপনাকে যুক্তরাষ্ট্র যেতে হবে না। ঘরেই তৈরি করুন সেরা স্বাদের ব্রাউনি। 

জেনে নিন সবচেয়ে সহজ রেসিপি:  

উপকরণ
•    ডার্ক চকলেট এক কাপ, 
•    ময়দা এক কাপ
•    চিনি আধা কাপ
•    ঘন দুধ এক কাপ
•    কোকো পাউডার আধা কাপ
•    মাখন আধা কাপ
•    বাদাম কুচি আধা কাপ।  

পরিবেশনের জন্য আইসক্রিম।

 

পদ্ধতি
একটি পাত্রে ডার্ক চকলেট, দুধ ও চিনি মিশিয়ে নিন। ফুটন্ত পানির ওপর পাত্রটি রেখে চকলেট গলিয়ে নিন।  

আলাদা পাত্রে ময়দা আর কোকো পাউডার মিশিয়ে নিন। মাখন গলিয়ে নিয়ে ময়দার মিশ্রণে দিন। তার মধ্যে মেশান চকলেটের গোলা আর বাদাম কুচি। খুব ভালোভাবে মিশিয়ে নিন।  

এবার বেক করার পালা। প্রি হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপে আধা ঘণ্টা বেক করে নিন।
আইসক্রিমের সঙ্গে পরিবেশন করুন ব্রাউনি।

বাংলাদেশ সময়: ১৭৪১ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।