ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দেয়ালে আঁকলে বকা না দিয়ে বুদ্ধি খাটান 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
দেয়ালে আঁকলে বকা না দিয়ে বুদ্ধি খাটান  বাচ্চা থাকলে দেয়ালে আঁকিবুকি থাকবেই

একটি বাড়িতে ঢুকলেই বোঝা যায় কোনো ছোট শিশু আছে কিনা। কারণ বাড়িতে বাচ্চা থাকলে দেয়ালে আঁকিবুকি থাকবেই। 

অনেক বাবা-মায়েরা দেয়ালে অাঁকলে শিশুকে বকা দেন। এতে শিশুর ভেতর হতাশা তৈরি হয় ও আত্মবিশ্বাস কমে যায়।

শিশুকে বকা না দিয়ে ওকে নিজের মতো বাড়তে দিন। আর ঘরের দেয়াল সুন্দর রাখতে বুদ্ধি খাটান। এতে করে সহজেই দুই সমস্যারই সমাধান হবে।  

কীভাবে? 

•    দেয়ালে চকবোর্ড ওয়াল পেপার দিয়ে দিন 

•    বাচ্চার ঘরে হোয়াইট বোর্ডও লাগাতে পারেন

•    ওয়াশেবল পেইন্টও লাগিয়ে দেওয়া যায় 

এগুলো লাগাতে প্রতি দেয়ালের জন্য ২ থেকে তিন হাজার টাকা লাগতে পারে। অনলাইনেও অনেক হাউসে ওয়াল পেপার পাওয়া যায়। দেয়ালের মাপের ওপর দাম নির্ভর করে।  

ওয়াল পেপার লাগানোর সময় এমন উচ্চতায় লাগাবেন যেন বাচ্চা সহজেই হাতে নাগাল পায়।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।