ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পূজায় ঘর সাজানোর আগে পরিষ্কার করে নিন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
পূজায় ঘর সাজানোর আগে পরিষ্কার করে নিন  পরিষ্কার করে নিন 

পূজার প্রস্তুতিতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। পোশাক কেনাকাটা থেকে শুরু করে ঘর সাজানো। সবই চলছে সমান তালে। মনের মতো করে ঘর তো সাজাবেন, কিন্তু তার আগে পরিষ্কার করে নিন।

রান্নাঘর থেকে শোবার ঘর বাড়ির প্রতিটি স্থানই গুরুত্বপূর্ণ। বাড়ি পরিচ্ছন্ন রাখতে যা করতে হবে:

বসার ঘর
•    অতিথি এসে প্রথমে আমাদের বসার ঘর দেখে, আর তাই এ ঘরটি হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো।

 
•    এ ঘরে ব্যবহৃত সোফা, টিভি, কার্পেট ধুলা এবং জীবাণুমক্ত রাখতে নিয়মিত পরিস্কার করতে হবে।

শোবার ঘর
•    নিয়মিত ঘরের সব আসবাব পরিষ্কার করতে হবে
•    অপ্রয়োজনীয় অতিরিক্ত আসবাব দিয়ে ঘরের জায়গা আটকে রাখা ঠিক নয়
•    ঘরে আলো-বাতাস যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা রাখুন
•    কাপড় এলোমেলো করে না রেখে গুছিয়ে আলমারিতে রাখুন
•    ছোট কোনো গাছ রাখতে পারেন।  

রান্নাঘর
•    রান্নাঘরে কাজ করার সময় নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে
•    ছুরি, কাঁচি, বটি সাবধানে রাখুন
•    স্বচ্ছন্দে রান্না করার জন্য এ ঘরটি যথেষ্ট বড় হওয়া প্রয়োজন
•    রান্নার প্রয়োজনীয় জিনিস কেবিনেটে রাখতে হবে
•    চাল, ডাল, তেল, মশলার কৌটার গায়ে নাম লিখে কেবিনেটে রাখুন 
•    নিয়মিত রান্নাঘর পরিষ্কার করুন।  


স্নান ঘর
•    বাড়ির বাথরুম প্রতিদিন জীবাণুনাশক ক্লিনার দিয়ে পরিষ্কার করুন
•    প্রয়োজনীয় প্রসাধনী দ্রব্যগুলো আয়নার পেছনের তাকে রাখুন
•    বাথরুমের মেঝে নিয়মিত পরিষ্কার এবং শুকনো রাখুন


পর্দা ও বিছানার চাদর সুযোগ থাকলে নতুন কিনে নিন। না হলে আগেরগুলো ধুয়ে আয়রন করে রাখুন।  
 

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।