ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দিনে মাত্র ৪০ সিঁড়িতেই বেঁচে যাবে জিমের খরচ! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
দিনে মাত্র ৪০ সিঁড়িতেই বেঁচে যাবে জিমের খরচ!  সিঁড়িতেই বেঁচে যাবে জিমের খরচ

জিমে যাওয়ার সময় নেই, এদিকে শরীরও বসে থাকার কাজ করে ভারী হয়ে যাচ্ছে। একটু হাঁটতে গেলেই কষ্ট হচ্ছে, পায়ের জোর পাচ্ছেন না? এই সমস্যা কাটিয়ে ওঠার রয়েছে সহজ সমাধান। 

দিনে মাত্র ৪০টি সিঁড়ি ভাঙার অভ্যেস করুন। কারণ সিঁড়ি ভাঙার মাধ্যমে ব্যায়ামও হয়ে যাচ্ছে।

এতে আপনার পা ক্রমশ শক্তপোক্ত হয়ে উঠবে।  

পা শক্তিশালী হয়ে ওঠার পাশাপাশি এই কার্ডিও অ্যাকটিভিটির জন্যে আপনার দমও ক্রমশ বাড়তে থাকবে, ফলে দৌড় বা স্প্রিন্টিংয়েও অংশগ্রহণ করতে পারবেন কিছুদিনের মধ্যেই। সেই সঙ্গে ওজনও থাকবে নিয়ন্ত্রণে।  

জানেন কি? থাইয়ের মাসল টানটান করে তুলতে সিঁড়ি দিয়ে ওঠানামার বিকল্প নেই। সিঁড়ি দিয়ে ওঠার সময় খেয়াল রাখতে হবে: 

•    হাঁটুতে সমস্যা থাকলে সিঁড়ি ভাঙার আগে ডাক্তারের পরামর্শ নিন।  
•    আপনার পুরো পা যেন সিঁড়িতে থাকে 
•    কেবল পায়ের আঙুলের ওপর বা গোড়ালিতে ভর দিলে চোট পেতে পারেন 
•    পায়ে বাড়তি চাপ দেবেন না 
•    সোজা হয়ে ওঠার চেষ্টা করুন 
•    বেশি কষ্ট হলে জোর করে উঠবেন না 
•    বিশ্রাম নিয়ে নিন 
•    আরামদায়ক জুতা পরুন।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।