ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মাত্র ৫ মিনিট দিয়ে সারা বছর সুন্দর থাকুন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
মাত্র ৫ মিনিট দিয়ে সারা বছর সুন্দর থাকুন  সৌন্দর্য রুটিন

পার্লারে যাওয়ার সময় নেই, মুখে প্যাক লাগিয়ে বসে থাকার সময়ও নেই। খুব ব্যস্ত এসব টিপস পড়ারও সময় হয় না? বেশ তো এই ব্যস্ত আপনার জন্য একটু সহজ পথ বাতলে দিলে কেমন হয়? রাতে মাত্র পাঁচ মিনিট দিলেন নিজের জন্য, আর বিনিময়ে বছরজুড়ে আপনার সৌন্দর্য থাকবে অমলিন। 

এটুকু তো করাই যায়, কি বলেন? জেনে নিন মাত্র পাঁচ মিনিটের সৌন্দর্য রুটিন: 

•    দিন শেষে রাতে সব কাজ গুছিয়ে বিছানায় যাওয়ার ঠিক আগে এই পাঁচ মিনিট বরাদ্দ করে দিন শুধুই নিজের জন্য 

•    প্রথমে খুব ভালো করে ত্বক পরিষ্কার করুন। ময়দা, বেসন আর গুঁড়া দুধ মিশিয়ে রেখে দিন একটি জারে।

একটু করে নিয়ে পানিতে গুলে পেস্ট করুন, এবার ত্বকে মেখে তখনই পানি দিয়ে ধুয়ে নিন

•    এটাও পারবেন না? তাহলে বাজারের কেনা কোনো ভালো ব্র্যান্ডের সোপ ফ্রি ফেসওয়াশ দিয়েই ত্বক পরিষ্কার করে নিন  

•    এবার মুখে ময়েশ্চরাইজার বা অলিভ ওয়েল মেখে ঘুমোতে যান 

•    সাবান দিয়ে ক্রমাগত হাত ধোয়ার ফলে নখ খুব বেশি শুষ্ক হয়ে গেছে, কেমন হলদেটেও লাগছে? নখে পেট্রোলয়িম জেলি মাখুন 

•    কাজের চাপে মুখে ক্লান্তির ছাপ পড়ে। বাদ যায় না, চোখ আর ঠোঁটও।  
•    রাতে শোয়ার আগে চোখে আন্ডার আই ক্রিম আর ঠোঁটে লিপ বাম মাখুন 

•    এইটুকুই করুন আর পার্থক্য দেখুন মাত্র দু’দিনেই।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।