ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মেকআপে ঢাকুন মুখের মেদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
মেকআপে ঢাকুন মুখের মেদ মেকআপে করেই ঢাকতে পারেন মুখের মেদ

যাদের মুখ বেশি ভারী তারা মাঝে মাঝেই আয়নায় দাঁড়িয়ে ভাবেন, মুখটা যদি একটু শুকনো লাগে, তবে কী ভালো দেখাতো! 

ব্যায়াম বা ‍ডায়েট করে মুখের মেদ ঝরাতে পারেন, আর খুব সহজে মাত্র ২ মিনিটের মেকআপ ম্যাজিকেও ঢেকে দিতে পারেন মুখের মেদ। কীভাবে সম্ভব? জেনে নিন।

 

• ত্বকের রঙের সঙ্গে মানিয়ে ফাউন্ডেশন ব্যবহার করুন।

• ব্রণের বা চোখের কোলের কালো দাগ থাকলে কনসিলার লাগিয়ে নিন।

• এবার কনটুরিংয়ে গালের মেদ সরান। কানের পাশ থেকে শুরু করে গালের মাঝ বরাবর।

• নাকের ওপরে দু’পাশে, হেয়ারলাইন বরাবর লাইন টানুন।

• ত্বকের রঙের চেয়ে দু’শেড গাঢ় কনটুর ব্যবহার করুন।

• ব্রাশ দিয়ে উপরের দিকে টেনে মিশিয়ে দিন।

• এতে গাল ভাঙা দেখাবে, নাক সরু মনে হবে।

• ডাবল চিন দূর করতে মুখের নীচের দিকে কনটুর লাইন টেনে ব্রাশ দিয়ে মিশিয়ে নিন।

• চোখের সাজে স্মোকি আইজ করতে পারেন। এতে চোখ বড় দেখাবে এবং মুখও ছোট মনে হবে।

• এবার চুলগুলো স্ট্রেট করে নিলেই দেখবেন, মুখের মেদ গায়েব।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।