ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কমন সমস্যা গ্যাস্ট্রিক থেকেও বাঁচা সম্ভব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
কমন সমস্যা গ্যাস্ট্রিক থেকেও বাঁচা সম্ভব গ্যাস্ট্রিক থেকেও বাঁচা সম্ভব

কিছু খেলেই বুক জ্বালা করে, ক্ষুধা আছে তারপরও খাবারে অরুচি? পেটে ব্যথা-মাথা ব্যথা, ঢেকুর ওঠাসহ আরও বহু ধরনের শারীরিক সমস্যা হয় শুধুমাত্র গ্যাস্ট্রিকের জন্য। 

কিছু নিয়ম মেনে চললেই এসব শারীরিক সমস্যা থেকে বাঁচা সম্ভব। যা করতে হবে:  

•    অতিরিক্ত তেলে ভাজা খাবার বাদ দিতে হবে।

এসব খাবার পেটে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে তোলে। এগুলো থেকে হতে পারে বদহজম ও পেটে ব্যথা

•    খাবার ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। গ্যাস্ট্রিক রসসহ হজমে সহায়ক অন্যান্য উপাদান শরীর থেকে ধীরে ধীরে নিঃসৃত হবে। এতে করে গ্যাস্ট্রিকের সমস্যা কম হবে

•    খাবার প্রস্তুত, পরিবেশন ও খাওয়ার সময় স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখুন

•    ধূমপান বর্জন করুন। চা-কফি দিনে দুই-এক বারের বেশি নয়।  

এছাড়াও গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে বাঁচতে খেতে পারেন: 

•    মৌরি চিবিয়ে খাওয়া যেতে পারে। অথবা গরম পানির মধ্যে আধা চা চামচ মৌরি মিশিয়ে পাঁচ মিনিট ধরে ঠাণ্ডা করে পান করতে হবে। এতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে 

•    এক গ্লাস পানিতে আধা চা চামচ লেবুর রস ও সমপরিমাণ বেকিং সোডা মিশিয়ে পান করুন।  


যদি দীর্ঘ দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  


বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।