ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বড়দের সঙ্গে থাকে, বড়দের মতো কথা বলে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
বড়দের সঙ্গে থাকে, বড়দের মতো কথা বলে! শিশুদের সঠিকভাবে বেড়ে উঠতে

বাবা-মায়ের একমাত্র সন্তান হৃদি। হৃদির বয়স মাত্র পাঁচ, কিন্তু তার কথা বড় মানুষের মতো গোছানো। তার অনেক কথায় বেশ বিব্রত হতে হয় বাবা-মাকে। অনেকে তাকে ইঁচড়ে-পাকা বলতেও দ্বিধা করে না।

শহুরে শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের মধ্যে এখন একটি মাত্র সন্তানই বেশি দেখা যায়। আর একক ছোট পরিবারে শুধু বাবা মায়ের সঙ্গে থাকে।

আর তারা বাইরে ব্যস্ত থাকলে বড় হয় কাজের লোকের কাছে। যার ফলে বাবা-মায়েরা শিশুর আচরণ ও ব্যক্তিত্বের কিছু পরিবর্তন আনতে চান।  


বিশেষ করে এক সন্তানের ক্ষেত্রে, শিশুদের সঠিকভাবে বেড়ে উঠতে ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মাকে যা করতে হবে: 

•    শিশুদের সঙ্গে মেশার সুযোগ করে দিন। তাকে নিয়ে পার্কে বা আত্মীয়ের বাসায় বেড়াতে যান, অন্যদেরও আপনার বাড়িতে আসতে বলুন

•    পরিবারের সব কথা, বিশেষ করে কোনো সমস্যার বা অর্থনৈতিক বিষয়গুলো সন্তানের সামনে আলোচনা করবেন না

•    শিশুকে বাড়িতে একা না রাখার চেষ্টা করুন। একাকীত্বের শিকার হয়ে সে একরোখা হয়ে যেতে পারে  

•    তাকে সামাজিক করে গড়ে তুলুন। সবার সঙ্গে মিশতে দিন, সব কিছু অন্যের সঙ্গে ভাগ করে নিতে শেখান 

•    বাচ্চার সব চাওয়া সব সময় মেনে নেবেন না। তাকেও বুঝতে দিন, তার চাহিদার সীমা থাকতে হবে 

•    বড় হয়ে তাকে বাইরের পরিবেশে মিশতে হবে, সেখানে সব কিছু তার পছন্দমতো নাও হতে পারে। এজন্য ‘না’ শোনার ও মেনে নেওয়ার অভ্যাস ছোট বেলায়ই তৈরি করতে হবে 

•    বাচ্চাকে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিন, যাতে বন্ধুদের সঙ্গে ঝামেলা, স্কুলের সমস্যা সে নিজেই মিটিয়ে নিতে পারে

•    বাচ্চাকে ব্যর্থতা, হতাশা, উদ্বেগ, ভয়ের মতো অনুভূতিগুলোর সঙ্গে পরিচিত হতে দিন 

•    যেহেতু তার ভাই-বোন নেই একা একা চলতে হবে, তার নিরাপত্তার বিষয়ে সজাগ থাকুন 

•    সন্তানের সঙ্গে বন্ধুত্ব গতে নিন, যেন সে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।