ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কারি অ্যাকসেন্টে মাছ মোর! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
কারি অ্যাকসেন্টে মাছ মোর!  তন্দুরি পমফ্রেট

ঈদের পরে আপনি যদি মাংস খেয়ে ক্লান্ত হয়ে যান, তবে স্বাদ বদল করতে ঘুরে আসতে পারেন গুলশানের অভিজাত রেস্টুরেন্ট কারি অ্যাকসেন্টে। 

কারি অ্যাকসেন্ট অতিথিদের জন্য আয়োজন করেছে মাছ সপ্তাহ। পুরো সপ্তাহজুড়ে পাওয়া যাবে ইলিশ পাতুরি, আচারি ইলিশ-টিক্কা, তন্দুরি পমফ্রেট, চিংড়ির মালাইকারিসহ জিভে জল আনা মজার সব মাছের আইটেম।

 

কারি অ্যাকসেন্ট রেস্টুরেন্টের পরিচালক অভিষেক সিনহা বলেন, সেরা স্বাদের নানা ধরনের মাছের পদ অতিথিদের পাতে তুলে দিতে আমাদের এবারের আয়োজন ‘মাছ মোর’। মাছের এই উৎসব ২২ আগস্ট শুরু হয়ে ৩১ তারিখ পর্যন্ত চলবে।  


রিজার্ভেশনের জন্য যোগাযোগ: +880 9885462 অথবা +880 17 1343 4075 


বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।