ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মশা দিবসে তাদের আমন্ত্রণ নয় বিদায় করুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
মশা দিবসে তাদের আমন্ত্রণ নয় বিদায় করুন মশা

প্রতিবছর ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালিত হয়। ছোট্ট এই মশার কামড়ে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগ হয়, ‍আর তাই মশাদের জন্য শুভকামনা জানানোর কোনো সুযোগ মানুষের নেই। 

বরং বিশ্ব মশা দিবসে জেনে নিন কোন গাছগুলো রাখলে ঘরবাড়ি মশা মুক্ত করতে সহায়তা করে: 

•    ঘরে টবে কয়েকটি তুলসী গাছ লাগান রাখুন, তুলসীর তীব্র ঘ্রাণের কারণে মশামশা পালাবে

•    মানুষের মতো মশা লেবু গন্ধের ভক্ত নয়। একটি লেবু গাছ লাগিয়ে রাখুন একটু বড় টবে।

মশারা বাড়ি ছাড়া হবে।  

•    ল্যাভেন্ডারের মতো সুন্দর ফুলটিও মশা পছন্দ করে না। আর এই সুযোগটাই আমরা নিতে পারি 

•    গাঁদা ফুল আমাদের ভালো লাগে, মশারা সহ্য করতে পারে না। ঘরে কয়েকটি টবে লাগিয়ে রাখুন গাঁদা ফুলের গাছ।  

•    রসুনের তীব্র গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। বেশি করে ছাদে বা বারান্দায় রসুন গাছ লাগিয়ে রাখুন 


•    বাড়ির আশপাশে স্যাঁতসেঁতে পরিবেশ ও নর্দমা থাকলে মশা বেশি হবে। বাড়ির ভেতর ও বাইরে পরিষ্কার রাখুন। কোথাও পানি জমে থাকলে পরিষ্কার করুন।  

শরীরের ক্ষতি না করে নামমাত্র খরচে মশা তাড়িয়ে, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হওয়া থেকে নিরাপদে থাকুন।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।