ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টুয়েলভ এখন ওয়ারিতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
টুয়েলভ এখন ওয়ারিতে শোরুমটি উদ্বোধন করেন জনপ্রিয় তারকা ফেরদৌস ও পূর্ণিমা

সম্প্রতি ঐতিহ্যবাহী পুরানো ঢাকার র‍্যাঙ্কিন স্ট্রিট, ওয়ারিতে বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউস টুয়েলভ-এর নতুন শোরুম উদ্বোধন হয়েছে। 

ফিতা কেটে উৎসবমুখর পরিবেশে শোরুমটি উদ্বোধন করেন জনপ্রিয় তারকা ফেরদৌস ও পূর্ণিমা। এসময় টুয়েলভ ক্লদিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিবের সঙ্গে অন্য পরিচালকরাও উপস্থিত ছিলেন।

ঈদ পর্যন্ত ২০শতাংশ ছাড়ে পোশাক কিনতে পারবেন নতুন এই শোরুমে। ক্রেতাদের চাহিদা পুরণ করতেই টুয়েলভ ক্লদিং-এর এবারের ঈদ কালেকশনে রয়েছে কাবলি সেট, সেলোয়ার-কামিজ ও পাঞ্জাবির পাশাপাশি তরুণদের পছন্দের ওয়েস্টার্ন পোশাক।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব বলেন, টুয়েলভ পুরো বছরই নতুন নতুন ডিজাইনের পোশাক উপহার দিয়ে আসছে। সাধ্যের মধ্যে পছন্দের পোশাক ক্রেতার কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯ 
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।