ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাংলাদেশে পুরুষদের জন্য এলো রোমানোর বডি-স্প্রে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
বাংলাদেশে পুরুষদের জন্য এলো রোমানোর বডি-স্প্রে  পুরুষদের জন্য এলো রোমানোর বডি-স্প্রে 

বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ড রোমানোর পণ্য নিয়ে এসেছে এসএমভি কনজ্যুমারস লিমিটেড। 

মঙ্গলবার ( ১৬ জুলাই) দুপুরে বডি-স্প্রে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন উইপ্রো উনযা, এসএমভি ও জিমির কর্মকর্তারা।

আরও উপস্থিত ছিলেন স্টাইল আইকন আসিফ আজিম, সন্ধি, ইন্দ্রানি দাস, কোকো, রাতুল রহমানসহ অনেকে।

এসময় উইপ্রো উনযা ওভারসিজ লিমিটেডের বিজনেস হেড অনিল গৌতম বলেন, রোমানো ছেলেদের বডি-স্প্রে নিয়ে এসেছে যা এশিয়ার আবহাওয়ার সঙ্গে খাপ খেয়ে যায়। বর্তমানে এর তিনটি সুগন্ধি রয়েছে- ক্ল্যাসিক,অ্যাটিট্যুড এবং ফোর্স। এই মুহূর্তে রোমানো শুধুমাত্র বডি-স্প্রে নিয়ে এসেছে তবে খুব শীঘ্রই রোমানো ডিও- রোল অন বাজারজাত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসআইএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।