ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চটজলদি চেহারায় পরিবর্তন করে দেয় ভ্রু!   

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
চটজলদি চেহারায় পরিবর্তন করে দেয় ভ্রু!    মুখের গড়ন অনুযায়ী ভ্রু শেপ

একই লুকে নিজেকে আর ভালো লাগছে না, নতুন রূপে দেখতে চান, তাও আবার নামমাত্র খরচে? একটাই উপায় আছে, করে নিন ভ্রু প্লাক। ভ্রু প্লাক করার সঙ্গে সঙ্গে ত্বক যেমন উজ্জ্বল ও শার্প লাগে, তেমন অনেক বেশি আত্মবিশ্বাসী ও স্মার্ট লাগে। 

যে বিষয়গুলো লক্ষ রাখতে হবে ভ্রু প্লাক করার সময়: 

 •    মুখের গড়ন অনুযায়ী ভ্রুর শেপ রাখুন, যেন মানিয়ে যায়। যদি বুঝতে না পারেন, ভ্রুর শেপ কেমন হবে, তাহলে বিউটি এক্সপার্টের পরামর্শ নিন।

 
•    পার্লারে গিয়ে প্লাক করলে চেষ্টা করুন একজনের হাতে করাতে। এতে শেপ ঠিক থাকবে, প্লাক করার পর ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে নিন
•    অনেকেরই ভ্রু প্লাক করলে অ্যালার্জির হয়, ভ্রুর চারপাশে লাল হয়ে যায়, ৠাশ বের হয়। তারা ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন 
•     প্লাক করার সঙ্গে সঙ্গে মেকআপ করবেন না, এতে সংক্রমণের ঝুঁকি থাকে
•    ভ্রু চোখের পাশেই থাকে। এটি খুবই স্পর্শকাতর জায়গা তাই খুব ঘন ঘন প্লাক না করাই ভালো। মাসে একবার করতে পারেন, তার বেশি নয়
•    কোনো উৎসব বা উপলক্ষ সামনে রেখে ভ্রু প্লাক করতে হলে দুই-তিন দিন আগেই করে নিন
•    ভ্রু ঘন করতে চাইলে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, ভিটামিন ই অয়েল বা পেট্রোলিয়াম জেলি দিয়ে প্রতিদিন আলতো করে মিনিট পাঁচেক ম্যাসাজ করুন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।