ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাবা দিবসে রঙ বাংলাদেশ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
বাবা দিবসে রঙ বাংলাদেশ বাবা দিবসে

পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠ আপনজনদের মধ্যে অন্যতম ব্যক্তি হলেন বাবা। তাকে কোনো একটি দিনে স্মরণ, ভালোবাসা ও শ্রদ্ধা জানানো যথেষ্ট নয়। বরং প্রতিটি দিনই যেন আমাদের বাবা দিবস।

তবুও বিশ্বাবাসীর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও উদযাপিত হয়ে আসছে আন্তর্জাতিক বাবা দিবস। জুন মাসের ১৬তারিখ আমরাও বাবাকে প্রতিদিনের চেয়ে বেশি করে মনে করব।

রঙ বাংলাদেশও প্রথম এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে সাজিয়েছে বিশেষ কালেকশন।  

এই সংগ্রহে রয়েছে বাবাদের উপযোগী পোশাক। রঙ বাংলাদেশের মূল কালেকশন ছাড়া শ্রদ্ধাঞ্জলিতেও রয়েছে বাবা দিবসের বিশেষ আয়োজন।  

গরম আবহাওয়াকে মাথায় রেখেই বাবা দিবসের কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক সুতি কাপড়ে। ডিজাইন এবং কাট এবং প্যাটার্নে রঙ বাংলাদেশের ধারা বজায রাখা হয়েছে সচেতন ভাবেই। রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফতুয়া।

রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাবেন চমৎকার এই বাবা দিবস সংগ্রহ।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৯ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।