ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রুকিস এখন ঢাকায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ২৮, ২০১৯
রুকিস এখন ঢাকায় রুকিসের উদ্বোধনী অনুষ্ঠানে

আন্তর্জাতিক ডেনিম ব্র্যান্ড রুকিস সম্প্রতি যমুনা ফিউচার পার্কে তার প্রথম ফ্ল্যাগশিপ স্টোরে বাংলাদেশে যাত্রা শুরু করেছে।

মেহরাব হোসেন অপি, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, আনামুল হক বিজয়, মমিনুল হক এবং আরও অনেক তারকা উপস্থিত ছিলেন রুকিসের উদ্বোধনী অনুষ্ঠানে।  

এসময় রুকিসের ক্রিয়েটিভ ডিরেক্টর রামনিশ কুমার ভার্মা বলেন, আমরা সব সময়ই তারুণ্যকে প্রধান্য দিয়ে পোশাক তৈরি করি।

তরুণদের ফ্যাশন ও কমফোর্টকে গুরুত্ব দেয়া হয় সবচেয়ে বেশি।  

এখানে এসে ক্রেতারা তাদের পছন্দের পোশাকটি পাবেন বলেই আশা প্রকাশ করেন রামনিশ কুমার ভার্মা।  সামনে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের শপিংমলগুলোতে আরও ফ্রাঞ্চাইজি আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  

রুকিস ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ দোকানটি যমুনা ফিউচার পার্কের নীচ তলায় জিসি ০৩৮ ও ০৩৯।  


বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।