ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রকমারি আয়োজনে হোটেল সারিনা!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ২২, ২০১৯
রকমারি আয়োজনে হোটেল সারিনা! হোটেল সারিনা আয়োজন করেছে রকমারি খাবারের

পবিত্র রমজান মাসে হোটেল সারিনা আয়োজন করেছে রকমারি খাবারের এক আকর্ষণীয় সম্ভার। ইফতারের সাথে রাতের খাবারের এই বুফে আয়োজনটি পাওয়া যাবে সূর্যাস্ত থেকে রাত ১০টা পর্যন্ত। খরচ হবে জনপ্রতি ৩৬৯৯ টাকা। 

এছাড়াও রয়েছে সেহেরির আয়োজন। জনপ্রতি ২০০০ টাকার এই বুফে অফারটি উপভোগ করা যাবে রাত ১ টা থেকে ফজর পর্যন্ত।

তাদের এই বুফে আয়োজনটি চলছে সামার ফিল্ড ও আম্রিত রেস্টুরেন্টে। খাবারের তালিকায় রয়েছে মাটন হালিম, সুসি, মৌসুমি ফল, জুস, জাফরান জিলাপি। ইরানি রাইস আর লাইভ কাবাবের স্বাদ নিতে পারবেন। আরও আছে বাকলাভা, প্রাণ জুড়ানো পেস্তা কুলফি, শাহী ক্ষীর, সন্দেশ, দই ও তন্দুরি, মোগলাই, ইউরপিয়ান, দেশি খাবারের বিশাল সম্ভার।


যানজট এড়াতে সারিনার রয়েছে ১০শতাংশ ছাড়সহ ফ্রি হোম ডেলিভারি। তবে এজন্য আপনাকে কম হলেও ৪০ জনের খাবার ‍অর্ডার করতে হবে।


ইফতার আয়োজনে বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার।  

যোগাযোগ: ০১৯৮২৭০০৭০০


বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।