ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্প্যাশ ফ্যাশন বাংলাদেশের যাত্রা শুরু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
 স্প্যাশ ফ্যাশন বাংলাদেশের যাত্রা শুরু স্প্যাশ ফ্যাশন বাংলাদেশের যাত্রা শুরু

মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফ্যাশন ব্র্যান্ড স্প্যাশ যাত্রা শুরু করল। বাংলাদেশে তাদের নাম হলো স্প্যাশ ফ্যাশন বাংলাদেশ। ১১ এপ্রিল বৃহস্পতিবার জমকালো আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের প্রথম তলা, দোকান-১বি ২৩-২৫ নর্থ কোটে তাদের প্রথম শো-রুম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্যাশ ফ্যাশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিল সুলতান, ইন্টারন্যাশনাল অ্যান্ড বসিনি ল্যান্ডমার্ক গ্রুপের হেড অব বিজনেস বিনয় প্রকাশ, মডেল রুমা, মডেল লিমি, মডেল আঁখি, ডিজাইনার শাহরুখ আমিন টিংকু, কোরিওগ্রাফার ইমু হাশমি, ইউটিউবার শামিম হাসান সরকার, রাবা খানসহ অনেকে।

স্প্যাশ ফ্যাশন বাংলাদেশের শোরুমটি ৭ হাজার ৫শ’ বর্গফুটের।

রয়েছে এক ছাদের নিচে রয়েছে সালমান খানের বিং হিউম্যান, ক্রিশ্চিয়ানো রোনালদোর সিআর সেভেন, ইতালির কাপ্পা, হংকংয়ের বসিনি, আইকনিকসহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর পণ্য।  

এছাড়াও, বাংলাদেশে তরুণদের চাহিদাকে মাথায় রেখে ক্যাজুয়াল ওয়্যার, ফরমাল ওয়্যার, ফ্যাশনেবল পার্টি ওয়্যার এবং স্পোর্ট আউটফিটসহ অনেকে কিছুই রয়েছে।

নাবিল সুলতান বলেন, ‘স্প্যাশ ফ্যাশন’ বিশ্বের অন্যতম মাল্টি ব্র্যান্ড আউটলেট। ব্র্যান্ডটি যাত্রা শুরু আমাদের দেশে। বাংলাদেশের ক্রেতারা এখন থেকে দেশেই পছন্দের ব্র্যান্ডগুলোর পণ্য কিনতে পারবে। যা তাদের ফ্যাশন সচেতনতার দিক থেকে এগিয়ে নিয়ে যাবে কয়েক ধাপ।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এসআইএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।