ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পার্লারে খোঁপা, কীভাবে ছাড়বে চুলের জট! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
পার্লারে খোঁপা, কীভাবে ছাড়বে চুলের জট!  হেয়ার স্টাইল

নিজের বিয়ে হোক বা আত্মীয়-বন্ধুর অথবা কোনো বড় অনুষ্ঠানে যাওয়ার সময় অনেকেই পার্লারে গিয়ে সাজতে পছন্দ করেন। চুলও সেট করে নেন, যারা খোঁপা করেন, তারা অনেকেই বেশ বিড়ম্বনায় পড়েন চুলের জট ছাড়াতে গিয়ে। 

আমরা সব সময়ই মেকআপ তোলার বিষয়ে গুরুত্ব দেই। কিন্তু খোঁপা খোলার পরে চুলের জট ছাড়ানো হয় সবচেয়ে কঠিন কাজ।

 

চুলে অনেক বেশি স্প্রে করা থাকে ও প্রচুর ক্লিপ লাগানো থাকায় এগুলো খুলতে গিয়ে চুলের সঙ্গে যুদ্ধই করতে হয়। আর এই মধুর যুদ্ধে চুলের কিন্তু ভালোই ক্ষতি হয়। চুল ছিড়ে যায়, মাথায় ব্যথা হয়।  

এই সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন:  

•    মনে রাখবেন শুকনো চুলে জট ছাড়ানো কঠিন৷ যদি চুল আঁচড়ে জট ছাড়াতে চান, তাহলে অনেক বেশি চুল ছিড়বে। তাই চুল খুব ভালো করে ভিজিয়ে নিন৷

•    দুইবার শ্যাম্পু করুন, এবার একটু বেশি করে কন্ডিশনার লাগিয়ে ৫ মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নিন। চুল ভালো করে ধুয়ে নিন।  

•    ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ান৷ 

•    দেখুন কত সহজেই চুলের জট ছেড়ে গেছে।  


বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসঅইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।