ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছাড়ের মৌসুম!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ছাড়ের মৌসুম! উৎসবের কেনাকাটা 

রাজধানী জুড়েই চলছে ছাড়ের মৌসুম। চারদিকে ফ্যাশন হাউসগুলোতে অবিশ্বাস্য ছাড়। কোনো কোনা হাউস তো সব পণ্যে দিচ্ছে ৭০শাতাংশ ছাড়। শপিংমলগুলোতে উপচে পড়া ভিড় দেখে মনে হতেই পারে, হয়ত দু’দিন বাদেই ঈদ-পূজা বা বড় কোনো উৎসব। 

ঈদ-পূজা কথা আসতেই মনে হলো, এই সময়গুলোতে আমরা পরিবার, বন্ধু ও আত্মীয়দের উপহার দিয়ে থাকি। এই উপহারগুলো তখন চড়া দামে কিনতে হয়, সাধ ও সাধ্য যাদের সমন্বয় করেই চলতে হয়, তারা এই সুযোগটা কাজে লাগাতে পারি।

 

ছাড়ে একটু দেখে-বেছে ভালো পণ্যগুলো এখনই কিনে রাখা যায়। সবার জন্য উপহার প্যাকেট করে আলাদা করে রেখে দিতে পারেন। এতে অর্ধেক খরচে সবার উপহার কেনা হয়ে যাবে।  

তবে ছাড়ে পণ্য কেনার সময় বিশেষ ভাবে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: 

•    ছাড়ের পোশাক বা ‍অন্য পণ্য পরিবর্তনের সুযোগ থাকে না, তাই দেখে দেখে ভালোমানের পণ্য কিনতে হবে

•    শুধু ছাড় পেয়েই অনেক পণ্য না কিনে, প্রয়োজন রয়েছে এমনগুলোই কিনুন 

•    যার জন্য কিনছেন, তার পছন্দ ও মাপ অবশ্যই গুরুত্ব দেবেন 

•    অনেক সময় ছাড়ের পণ্যে ছোট কিছু সমস্যা থাকে, এগুলো কয়েক বার চেক করে তবেই কিনুন 

•    উপহার প্যাকেট করার সময় দামের ট্যাগটি খুলে রাখুন।  


ক্রেতাদের জন্য সাশ্রয়ী দামে পোশাক কিনতে ইয়োলো ৭০শতাংশ, ইনফিনিটি ৫০শতাংশ, ফ্রিল্যান্ড ৫০শতাংশ, র-ন্যাশন ৫০শতাংশ, লুবনান ও রিচম্যান ৫০ শতাংশ করে ছাড় দিচ্ছে।  


বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসঅইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।