ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নেইল আর্ট করেন, সাবধান হোন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
 নেইল আর্ট করেন, সাবধান হোন  নেইল আর্ট

নেইল আর্ট ফ্যাশনের অংশ হয়ে গেছে। তবে এই সাময়িক সৌন্দর্য ‍বাড়াতে গিয়ে অসাবধানতায় নিজের অনেক বড় ক্ষতি করছেন না তো! কীভাবে? জেনে নিন: 

•    আর্ট করলে নখের স্বাভাবিক সাদা রং নষ্ট হয়ে হলদেটে হয়ে যায়

•    খুব বেশি আর্ট করলে খুব সহজেই নখ ভেঙে যায় 

•    অতিরিক্ত নেইল আর্ট ত্বকের জন্য ভালো না। নেইল আর্টের ফলে ইনফেকশন হতে পারে 

•    নেইল পলিশের ক্ষতিকারক উপাদান থেকে ত্বকের ক্যান্সারেরও ঝুঁকি থাকে


ভাবছেন নেল আর্ট করাই ছেড়ে দেবেন? ছাড়তে হবে না, বুদ্ধি কাজে লাগান।

সহজে নখ সাজাতে আর্ট করা কৃত্রিম নখ কিনেও আপনি ব্যবহার করতে পারেন। শখ পূরণ ও ফ্যাশন সবই হবে, ত্বকের কোনো ক্ষতি ছাড়াই। এক্ষেত্রে আর্ট করার ঝামেলা থাকেনা এবং একই নেইল সেট অনেকবার ব্যবহার করা যায়। আর্ট করা ফ্যাশনেবল নখের সেট বসুন্ধরা সিটিসহ বড় শপিংমলগুলোতে পাঁচ’শ থেকে দেড় হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন।


বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।