ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

খালি পেটে নয় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
খালি পেটে নয়  সকালে নাস্তায়

সকালে আমরা সারাদিনের কাজ করার প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হই, তখন চিন্তা করি সব স্বাস্থ্যকর খাবার খেলেই সারাদিন সুস্থবোধ করব, তবে সকালে খালি পেটে খেলে এই স্বাস্থ্যকর খাবারগুলোই অসুস্থতার কারণ হতে পারে। 

জেনে নিন সকালে ঘুম থেকে উঠেই কোন খাবারগুলো খেয়ে দিন শুরু করা ঠিক নয় : 

দই 
সবাই জানি দই খাওয়া শরীরের জন্য খুবই ভালো। কিন্তু খালি পেটে দই খাওয়া ঠিক নয়।

খালি পেটে দই খেলে পাকস্থলীর থেকে নির্গত রসের সাথে দই-এ থাকা ভালো ব্যাকটেরিয়া মিশে যায়। ফলে পেট খারাপ হতে পারে।  

টমেটো
খালি পেটে টমেটো খেলে পেটে পাথর হওয়ার ঝুঁকি থাকে।  

কলা
কলা খেলে শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রা বেড়ে যায়। এর ফলে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম ভারসাম্য রক্তে নষ্ট হয়। তাই খালি পেটে কলা না খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।  

কফি-কেক-বিস্কুট 
সকালে কাজের তাড়া যখন খুব বেশি থাকে, অনেকেই নাস্তা সেরে নেই একমগ কফির সঙ্গে কেক বা বিস্কুট খেয়ে। কিন্তু এই খাবারগুলোতে চিনি থাকে, যা আমাদের ওজন বাড়িয়ে দেয়। আর অ্যাসিডিটির সমস্যাও হতে পারে।  

কমলার জুস 
জুস খেয়ে দিন শুরু? একগ্লাস ফ্রেশ জুস তৈরি করতে লাগে তিনটি কমলা। বাড়তি চিনি না দিলেও কমলায় থাকা চিনি রক্তের সুগার লেভেল বাড়িয়ে দেয়।  

প্রক্রিয়াজাত মাংস
সসেজ বা মিট বল সকালের নাস্তায় না রেখে দেশি লাল আটার রুটি সঙ্গে সবজি-ডাল, ডিম সেদ্ধ রাখুন।  

এছাড়াও অতিরিক্ত তেল মশলায় রান্না করা খাবারও সকালে নাস্তায় খাওয়া উচিত নয়।  

বাংলাদেশ সময়: ১২৫৫ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।