ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টিফিনে দিতে পারেন মিনি স্যান্ডউইচ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
টিফিনে দিতে পারেন মিনি স্যান্ডউইচ স্যান্ডউইচ

আপনার শিশু নতুন স্কুলে যাচ্ছে, প্রতিদিনের ভাবনায় থাকে টিফিনে আজ কি করে দেবেন? খুব সহজে তৈরি করে দিতে পারেন মিনি চিকেন স্যান্ডউইচ। 

উপকরণ: পাউরুটি, শসা ও গাজর কুচি, কাঁচা মরিচ, মেয়োনেজ,  প্রয়োজনমতো।

স্যান্ডউইচ ফিলারের জন্য: মুরগির বুকের মাংস ২ টুকরা।

পেঁয়াজ মোটা কুচি ১টা, আদা কুচি আধা চা-চামচ, লবণ সামান্য, পানি ১ কাপ।

প্রণালী: ওপরের সব উপকরণ দিয়ে মাংস সেদ্ধ করে নিন। মাংস হাড় থেকে ছাড়িয়ে নিয়ে লম্বা কুচি করুন। মাংসকুচিতে মেয়োনেজ (স্বাদমতো) ও কাঁচা মরিচ দিয়ে মেখে রাখুন। কুচি করা গাজর ও শসায় মেয়োনেজ মেখে নিন।

পাউরুটির চারদিকের শক্ত অংশ কেটে বাদ দিয়ে, মাংস, গাজর ও শসা দিয়ে পছন্দমতো আকারে কেটে স্যান্ডউইচ তৈরি করুন।

এবার চাইলে স্যান্ডউইচ মেকারে কিছুক্ষণের জন্য বেক করে আথবা এমনই টিফিন বক্সে দিয়ে দিন।  


বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।