ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নতুন ভোটারদের জন্য   

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
নতুন ভোটারদের জন্য    ভোট দিতে

আর মাত্র দু’দিনের অপেক্ষা, বহু কাঙ্ক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ভোট কেমন হবে, কীভাবে দিতে হবে, কখন ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটি দেয়া হবে, এসব নিয়ে ভেবেই রোমাঞ্চিত নতুন ভোটাররা। 

এবার নতুন ভোটার হয়েছেন প্রায় আড়াই কোটি তরুণ। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ব্যালট পেপার ও ইভিএম দু’ভাবেই ভোট নেওয়া হবে।

 

জেনে নিন ভোট দিতে হলে যা করতে হবে:   


•    ওয়ার্ড কমিশনার অফিস থেকে ভোটার স্লিপ সংগ্রহ করতে হবে 
•    ভোট দিতে ভোটার আইডি কার্ড প্রয়োজন নেই। তবে ইভিএম ভোট দিলে স্মার্টকার্ড স্ক্যান করে দ্রুত ভোট দেওয়া যায় নতুবা আঙুলের ছাপ দিয়েও ভোট দেওয়া যাবে
•    ভোট কেন্দ্রে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে 
•    ভোটকেন্দ্রের ভেতরে কোনো ছবি তোলা যাবে না 
•    বড় ব্যাগ না নিয়ে যাওয়াই ভালো
•    অস্ত্র, ছুরি, লাইটার, ম্যাচ নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে না 
•    নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন 
•    সব ধরনের আইন মেনে চলুন।  

সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়ে, দেশের সচেতন নাগরিক হিসেবে সঠিক নেতৃত্বকে সরকার পরিচালনার দায়িত্ব দিন।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৮
এসআইএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।