ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ল’রিয়াল প্যারিস এখন সাজগোজে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
ল’রিয়াল প্যারিস এখন সাজগোজে ল’রিয়াল প্যারিসের পণ্য

বিশ্ববিখ্যাত বিউটি ব্র্যান্ড ল’রিয়াল প্যারিসের পণ্য এখন সাজগোজ.কমে পাওয়া যাবে। হোটেল র‍্যাডিসন ওয়াটার গার্ডেনে ২৬ নভেম্বর জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে ল’রিয়াল প্যারিস এবং সাজগোজে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে তাদের কার্যক্রম শুরু করে। 

উদ্বোধনী এই অনুষ্ঠানে ল’রিয়াল বাংলাদেশের মার্কেটিং হেড তালাত রহিম বলেন, ল’রিয়াল প্যারিসের সকল পণ্য হলোগ্রাম স্টিকার এবং ভ্যারিফাই কোডসহ বাজারে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের হাতে অরিজিনাল ল’রিয়াল প্যারিস তুলে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

আর এই কাজে সাজগোজ-কে পাশে পেয়ে আমরা আনন্দিত।  

সাজগোজ.কমের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল শেখ বলেন, বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ড  ল’রিয়াল প্যারিসের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত।  

অনুষ্ঠানে নাবিলা রহমান, হৃদি শেখ, জন কবিরসহ মিডিয়ার অনেকেই উপস্থিত ছিলেন।  
সবশেষে ড্যান্স পারফরমেন্স এবং ফ্যাশন শো’র আয়োজন করা হয়।  


বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।