ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীতের পোশাক বের করেছেন?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
শীতের পোশাক বের করেছেন? শীতে পোশাকে

বছর ঘুরে আবার শীত এসে যাচ্ছে। আলমারিতে এক বছর তুলে রাখা শীতের পোশাকগুলো বের করে নিন।  

আলমারি থেকে বের করেই পরতে শুরু করা যাবে না। আগে একটু যত্ন নিয়ে নিন।

জেনে নেই শীতে পোশাকের যত্ন নেয়ার উপায় :

•    যেগুলো বাড়িতে ধোয়া যায়, সেগুলো ধুয়ে নিন 
•    হালকা রোদে শুকাতে হবে 
•    উলের জামাকাপড় ওয়াশিং মেশিনে না ধোয়াই ভালো। ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট দিয়ে কাচুন।
•    প্রতিদিন ব্যবহারের পর জ্যাকেট বা কোট ঝুলিয়ে রাখার সময় কাঁধের অংশ প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন।
•    ইস্ত্রি করার সময় সোয়েটার বা শাল উলটে নিন। স্টিম দিয়ে ইস্ত্রি করার চেষ্টা করুন, গরম আয়রন উলে না লাগানোর চেষ্টা করুন
•    লেদারের কাপড় ভালো কোনো লন্ড্রিতে দিন
•    কাপড় কেনার সময় টেকসই ও ভালো মানের কাপড় কিনুন।
•    পোশাকে দাগ লাগলে সাথে সাথে ব্যবস্থা নিন। বেশিদিন ফেলে রাখলে দাগ সহজে উঠতে চায় না।
•    জামাকাপড়ে ছোটখাট ছেঁড়াফাটা বা বোতাম খসে যাওয়া দেখলে অবহেলায় ফেলে রাখবেন না।

আমাদের দেশে শীত থাকে তিন মাসেরও কম। তাই সঠিক নিয়মে শীতের কাপড়ের যত্ন নিলে অনেক দিন পর্যন্ত কাপড় স্থায়ী হবে। শীতের কাপড় পুরনো হয়ে গেলে ফেলে না দিয়ে অসহায় মানুষদের দান নয় ‘উপহার’ দিন।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।