দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ
আমাদের দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, হাওর-বাওর-নদী, ঝরনা, সবুজ চা বাগান রয়েছে সুন্দরবন।প্রতিটি জেলায় ছড়িয়ে রয়েছে পর্যটনের অপার সৌন্দর্য।
দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ
নিজের দেশটি ঘুরে দেখুন, সকালের বান্দরবান বা সন্ধ্যার কক্সবাজার আপনাকে মুগ্ধ করবেই।দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ
পাহাড়ের নির্জনতা বা ঝরনার শব্দ আমাদের ভাবনায় নতুন খোরাক যোগাবে।দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ
আর রাঙামাটির পানি আর নীল আকাশ দেখে চোখ সরাতে মন চাইবে নাদেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ
সুন্দরবনের হরিণের মায়াবি চাহনি কবি হতে বাধ্য করবে আপনাকে।দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ
দুই দিন হেঁটে কেওক্রাডংয়ের চূড়ায় দাড়িয়ে নিজেকে আবিষ্কার করবেন এক অনন্য বিশালতায়।
দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ
সময় করে পরিবার, বন্ধু বা শুধু একাই বেরিয়ে পড়ুন, দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ।
বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসআইএস