ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কিছু এটিকেট 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
কিছু এটিকেট  যখন অফিসে

অফিসে, শপিংমলে বা ঘরে যেখানেই থাকি, কিছু আচরণ দেখেই অন্যরা আমাদের রুচি ও ব্যক্তিত্ব সম্পর্কে ধারনা করে নেয়। আর তাই চলার পথে কিছু বিষয় মাথায় রাখতেই হয়। আমাদের কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে। তবে...

তা যেন অন্যের কাছে হাস্যকর বা বিরক্তিকর না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই সাধারণ ভদ্রতা বা এটিকেটগুলো মেনে চলা সবারই উচিৎ।

 

যখন অফিসে
•    প্রথমেই নিজের আচরণ সংযত রাখতে হবে
•    কোনো বিষয়ে মতবিরোধ হলেও উত্তেজিত হওয়া যাবেনা
•    অফিসের সব ধরনের শৃংখলা মানতে হবে 
•    সবার সঙ্গে মানিয়ে চলতে হবে 
•    ফোন এলে কখনোই সবার ভেতরে চিৎকার করে কথা বলা যাবেনা 
•    টিস্যু ব্যবহার করে নির্দিষ্ট বিনে রাখুন 
•    ডেস্কে খাবেননা, বিশেষ করে পোলাও বিরিয়ানির মতো খাবার যেগুলো বেশি ঘ্রাণ থাকে।  
•    সব থেকে গুরুত্বপূর্ণ অফিস কাজের জন্য, রাজনীতির জায়গা না।  
•    অফিসের ভেতরে বা বাইরে গ্রুপিং করলে নিজের ক্যারিয়ারেরই বেশি ক্ষতি হতে পারে।  
•    প্রতিষ্ঠান কর্মীর চেয়ে বড়, এমন কিছু করা যাবেনা যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করে।  
•    পোশাকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ
•    আপনার মাধ্যমেই অন্যরা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানবে। প্রতিটি কর্মীই সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।  
•    অন্যের কথা মনযোগ দিয়ে শোনার মানসিকতা থাকতে হবে 
•    অন্যের সিদ্ধান্তের গুরুত্ব দিতে হবে
•    ডেস্ক পরিষ্কার রাখুন 
•    ভালো ওয়ার্কাররা কখনো দেরি করে মিটিং-এ আসেনা 
•    অসুস্থ হলে ছুটি নিন 
•    আরও আছে, ওয়াশরুম ব্যবহারে অবশ্যই সচেতন থাকতে হবে 
•    হাসিটা যেন সঙ্গেই থাকে, এটাও কিন্তু জরুরি
•    আপনি যত বড় বসই হননা কেন, মনে রাখবেন অফিসের পিওন কিন্তু আপনার কাজের লোক নয়, কলিগ। তারও সম্মান আছে, তাকেও কিছু বলার সময় এটা মাথায় রাখতে হবে।  


বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।