ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মেকআপ নিয়েই ঘুম!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
মেকআপ নিয়েই ঘুম! তুলা দিয়ে আলতো করে মুছে নিন

আমরা যত্ন করে, সময়ে নিয়ে মেকআপ করি। কিন্তু মেকআপ তোলার সময় করি তাড়াহুড়ো। মেকআপ না তুলেই ঘুমাতে যাওয়ার সংখ্যাও কিন্তু খুব কম নয়।  

মেকআপ না তুলে ঘুমাতে গেলে আমাদের ত্বকে যে সমস্যাগুলো হতে পারে: 

•    দীর্ঘসময় মেকআপ রাখার ফলে ময়লা তেল জমে ত্বক ক্ষতিগ্রস্ত হয় 
•    মেকআপের ভারী স্তুর থাকার ফলে ত্বকের স্বাভাবিক কার্যক্রম বাধা পায়
•    ত্বকে প্রদাহ হতে পারে
•    ত্বকের ছিদ্র বড় হয়ে যেতে পারে 
•    ব্রণ ও ব্ল্যাডহেডস হতে পারে
•    চোখে সংক্রমণ ও চোখ জ্বালা করতে পারে 
•    লিপস্টিক নিয়েই ঘুমালে ঠোঁট প্রাকৃতিক আর্দ্রতার অভাবে ঠোঁটের চারপাশের ত্বক শুষ্ক হয়ে যায়
•    অ্যালার্জি হয়ে ৠাশও বের হতে পারে অনেক সময়

সহজে মেকআপ তুলবেন কীভাবে 
তুলা বা টিস্যুতে লোশন, অলিভওয়েল, ক্লিনজিং মিল্ক নিয়ে মেকআপ আলতো করে মুছে নিন।  

এবার ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ত্বকে ময়েশ্চারাইজার মেখে ঘুমাতে যান।

 

কল্পনা করুন তো, আমাদের নাকে ও মুখে ভারী কিছু দিয়ে আটকে দেয়া হয়েছে, তবে কি  নিঃশ্বাস নিতে পারবো? ত্বক পরিষ্কার না করে ঘুমাতে যাওয়া মানেও মেকআপ দিয়ে  ত্বকের শ্বাস নেওয়ার পথ বন্ধ করে দেয়া।  

ত্বক সুস্থ ও সুন্দর রাখতে যতটা যত্ন নিয়ে মেকআপ করেন, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ত্বক থেকে মেকআপ তুলবেন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮ 
এসআইএস


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।