ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নতুন শাখায় লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ১৮, ২০১৮
নতুন শাখায় লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ  লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের তৃতীয় শোরুম

সম্প্রতি উত্তরার সোনারগাঁও জনপথ সড়কে উদ্বোধন করা হল মডার্ন লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের তৃতীয় শোরুম। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মেহজাবিন, অভিনেতা সজল এবং সঙ্গীত শিল্পী মিনার।  

রাইজে ছেলেদের জন্যে রয়েছে জিন্স, চিনো, কর্ডরয় ও জগার প্যান্ট, পোলো টি-শার্ট, শার্ট, টি-শার্ট, শর্টস ও ইনার আইটেম।

 

মেয়েদের জন্যে ইথনিক টপস, কুরতি, শার্ট, স্কার্ফ, স্কার্ট, লেগিংস, পালাজ্জো, ডেনিম ও ক্যাজুয়াল প্যান্ট।  

ছেলে ও মেয়েদের জন্য নতুন ধাঁচের ডিজাইন ও উন্নত ফেব্রিকে তৈরি ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি আরও পাওয়া যাচ্ছে স্পোর্টস ওয়্যার, ব্রেসলেট, ওয়ালেট, ব্যাগ, নেকলেস, জুয়েলারি, ঘড়ি, ডগ ট্যাগ, ক্যাপ,সানগ্লাস, জুতা।

এবারের ঈদে ক্যাজুয়াল পোশাকের পাশাপাশি ছেলেদের জন্যে রয়েছে নানান ডিজাইন এর পাঞ্জাবির বিশাল কালেকশন। মেয়েদের জন্যে রয়েছে সিল্ক, জর্জেট, কটন এবং ভিসকোজ ফেব্র্রিকে তৈরি এমব্রয়ডারি ও প্রিন্টের এক্সক্লুসিভ কামিজের কালেকশন।  

রাইজ উত্তরা:  হোল্ডিং- ৩৭, সেক্টর-৭, সোনারগাঁও জনপথ সড়ক, উত্তরা, ঢাকা। বনানী: হোল্ডিং- ৭৬, ব্লক- ডি, সড়ক-১১, বনানী মডেল টাউন, ঢাকা। রাইজ বসুন্ধরা সিটি শপিং কমপ্লে: লেভেল- ০২, ব্লক- ডি, শপ: ৩৮-৩৯।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।