ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বৈশাখী উৎসবে লং বিচ স্যুটস ঢাকা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
বৈশাখী উৎসবে লং বিচ স্যুটস ঢাকা বৈশাখী উৎসবে লং বিচ স্যুটস ঢাকা

প্রকৃতি সেজেছে বাংলা নববর্ষ ১৪২৫-কে স্বাগত জনাতে। বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে বরণ করতে লং বিচ স্যুটস ঢাকা আয়োজন করছে সপ্তাহব্যাপী “বৈশাখী ফুড ফিউশন”।

ভোজন বিলাসী অতিথিদের স্বাদ ও চাহিদার কথা বিবেচনা করে লং বিচ স্যুটস-এ থাকছে বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী দেশি ও আন্তর্জাতিক খাবারের এক বিশাল সমারোহ। এই উৎসব শুরু হবে ১৪ই এপ্রিল শুরু ২০ তারিখ পর্যন্ত চলবে।

 

এছাড়াও ১৪ এপ্রিল রয়েছে দেশীয় ঐতিহ্যবাহী বাংলা বুফে লাঞ্চ ও ডিনার।

খাবারের পাশাপাশি থাকছে গান, বাঁশি বাজানো, মেহেদী কর্নার, আলপনা অংকন, ফটো বুথ।  

আকর্ষণীয় ছাড় পাবেন নির্ধারিত ব্যাংক ও টেলিকম পার্টনাররা। তারা উপভোগ করবেন একটি কিনলে একটি ফ্রি অফার।  

এখানে বুফে লাঞ্চ করতে জনপ্রতি ২৯০০ ও ডিনারের জন্য ৩৪০০ টাকা দিতে হবে।  

যোগাযোগ: +৮৮০২-৫৫০৪৯৭১২-১৮
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।